বেসেলের সুইস ওপেন সুপার ৩০০ প্রতিযোগিতার নামবেন অনুপমা উপাধ্যায়। গত বুধবার সিন্ধুর বিদায়ের পর ভারতকে প্রতিনিধিত্ব করবেন অনুপমা। তার প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার পিকে ওয়ার্দানি। উত্তরপ্রদেশের বছর ২০-র অনুপমার কাছেই থাকবে ভারতের অদৃশ্য জাতীয় পতাকা। বিকেল ৫:২৫ মিনিটে বাসেলের সেন্ট জেকব শেল এরিনাতে হবে খেলাটি।
swiss open 2025
সুইস ওপেনের ম্যাচে নামবেন অনুপমা উপাধ্যায়

×
Comments :0