RAYGANJ PROTEST

রায়গঞ্জে বাতি নিভিয়ে প্রতিবাদ, মোমবাতি অমিল শহরে

জেলা

বাতি নিভিয়েই রান্না চলছে। রায়গঞ্জে বুধবার রাত ৯টায় তোলা ছবি।

গোটা রায়গঞ্জ শহর জুড়ে নিভে রয়েছে ঘরের আলো। সারাদিন ধরে মোমবাতি বিক্রি হয়েছে। রায়গঞ্জ শহরে মোমবাতি অমিল। 
ঘরের আলো নিভিয়ে রাখার ডাক ছিল আর জি কর কাণ্ডে বিচারের আন্দোলনে। অভূতপূর্ব সাড়া মিলছে সর্বত্র।
দশকর্মা ভাণ্ডারের সুদেব দাস, বিনয় সরকার, নিতাই সাহাদের বক্তব্য এখন অসময়। মোববাতি মজুত ছিল না। ঘরে যত মোমবাতি ছিলো সবই বিক্রি হয়ে গেছে। 
এখন রাত ৯টা। কিছুক্ষণ বাদেই রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে আর জি করের বিচার চেয়ে ‘রাত জাগো’ মিছিল শুরু হবে। চিকিৎসক নার্স স্বাস্থ্য কর্মীদের আহবানে এখন থেকেই ভিড় শিলিগুড়ি মোড়ে। শেষ প্রান্তে সারারাত জাগবে মহিলারা। 
গান্ধী মূর্তির সামনে ক্লাব সংগঠন, সাধারণ ব্যবসায়ীরা, আগাম জানিয়ে দিয়েছে আরজি কর কান্ডে বিচারের দাবিতে আন্দোলনের সঙ্গীদের জন্যে শৌচাগার গুলো খোলা রাখা হবে। এদিকে চারিদিকে অন্ধকারে মহিলাদের চলছে রান্নাঘরের কাজ। কাজ সেরেই পৌঁছাবেন রাত দখলের কর্মসূচিতে।

Comments :0

Login to leave a comment