প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি সহ ঘাটাল মহকুমা জুড়ে ৫ বার বন্যার মধ্যেও পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন ১৩টি স্থান মিলিয়ে মোট ৮৫ জায়গায় মার্কসীয় পত্র পত্রিকা, সাহিত্য সহ নানান মৌলিক বইয়ের সম্ভার নিয়ে শারদীয়া বুকস্টল চালু হলো।
সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক বিজয় পাল জেলার ৬টি স্থানে বুক স্টল উদ্বোধন করেন। জেলার ওড়িশা সীমান্তে দাঁতন শহর, খড়্গপুর শহরের ইন্দা ও প্রেম বাজার এবং মেদিনীপুর শহরের পূর্ব ও পশ্চিম দুইটি এরিয়া কমিটি সহ জেলা পার্টির কেন্দ্রীয় শাখা গুলির বুক স্টল উদ্বোধন করেন তিনি। পাল বলেন, এই মুহূর্তে দেশ ও রাজ্যে কাজের আকাল। কেন্দ্র ও রাজ্য দুই সরকারের রাজত্বে কোথাও একটিও কারখানা গড়ে তোলা হয়নি। উল্টে বহু রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণ সহ বন্ধ করার ফলে কর্মসংস্থান কমেছে। কৃষকের ফসলের ন্যায্য দামের দাবি উপেক্ষিত। খেতমজুরের মজুরি বাড়েনি, উলটে তৃণমূলের দুর্নীতি ও লুঠে একশ দিনের কাজের বরাদ্দ তিন বছর বন্ধ। বিজেপি সরকার এই দুর্নীতিবাজদের শাস্তি না দিয়ে টাকা বরাদ্দ বন্ধ করে গরিব মানুষের রুটি রুজির উপর চুড়ান্ত আক্রমণ করলো। দুই শাসক দল মেরুকরণের রাজনীতিকে হাতিয়ার করছে। একজন রাম মন্দির অপরজন জগন্নাথ দেবের মন্দির তৈরি করে মেরুকরণের প্রতিযোগিতায়। গরিব মানুষ সহ নানান জনজাতির সম্প্রদায়ের মধ্যে বিভেদের ও বিভাজনের রাজনীতিতে ভাগ করে জনরোষকে আড়াল করে লুটের রাজনীতি আমদানি করেছে। এর বিরুদ্ধে আমরা বামপন্থীরা লড়াই করছি। কর্মসংস্থান সহ শূন্যপদে নিয়োগ, কৃষির ভিত্তির উপর শিল্পায়ন গড়ে কর্মসংস্থানের বিকল্প পথ তৈরির লড়াই। এই লড়াইতে পশ্চিমবঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
Book Stall West Medinipur
কর্মসংস্থানের পক্ষে লড়াইয়ের আহ্বান পশ্চিম মেদিনীপুরের বুক স্টলে

×
Comments :0