বাইশ বছরের আইন ছাত্রের পেট চিরে পালা করে দেওয়া হলো উত্তর প্রদেশের কানপুরে। স্থানীয় একটি ওষুধের দোকানে সামান্য বচসার জেরে এই কাণ্ড বলে দাবি করেছে পুলিশ।
কানপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র অভিজিৎ সিং চান্দেল। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। কেবল পেটে গভীর আঘাত নয়, ক্ষত রয়েছে মাথাতেও। ১৪টি সেলাই পড়েছে মাথায়। এই ছাত্রের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বয়ান অনুযায়ী, ওষুধের দাম নিয়ে দোকানদারের সঙ্গে শুরু হয় বচসা। দোকানদার অমর সিং এবং ভাই বিজয় সিং সঙ্গে আরও কয়েকজনকে নিয়ে শুরু করে মারধর। মাটিতে ফেলে মারা হতে থাকে। মুখ থেকে রক্ত বের হতে থাকে।
জানা গিয়েছে, ওই ছাত্র মাটিতে পড়েও থাকার পরও মার বন্ধ হয়নি। ধারালো সরঞ্জাম দিয়ে পেটে আঘাত করা হয়। পেট চিরে যায়।
এরপরও অভিজিৎ বাড়ির দিকে ছুটে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁকে ধরে ফেলে ওই চারজন। কেটে দেওয়া হয় দু’টি আঙুল। ততক্ষণে বহু লোকজন জড়ো হয়ে যান। ছাত্রকে তাঁরাই ছাড়িয়ে নিয়ে পুলিশে খবর দেন। অভিযুক্তেরা পালিয়েছে বলে জানাচ্ছে পুলিশ। উল্লেখ্য, উত্তর প্রদেশে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুখে দুষ্কৃতীদের দমন করার গরম ভাষণ দিলেও অপরাধ অবিরাম চলছে রাজ্যে।
Kanpur Student
কানপুরে চিরে দেওয়া হলো কলেজ ছাত্রের পেট, কাটা হলো আঙুল
×
Comments :0