আগামী বছর এপ্রিলের ২ থেকে ৬ তারিখ পর্যন্ত তামিলনাডুর মাদুরাইয়ে হবে সিপিআই(এম)’র ২৪তম পার্টি কংগ্রেস। সেই উপলক্ষে গত ৩ নভেম্বর নয়াদিল্লিতে শুরু হয় সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির বৈঠক। পার্টির আসন্ন পার্টি কংগ্রেসের প্রস্তুতি নিয়েই এই বৈঠক চলে মঙ্গলবার পর্যন্ত। বৈঠক হয় নয়াদিল্লির হরকিষান সিং সুরজিৎ ভবনে। সদ্যসমাপ্ত সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির বৈঠকে রাজনৈতিক পর্যালোচনার রিপোর্ট নিয়ে আলোচনার পর গৃহীত হয়েছে ২০২২ সালের এপ্রিলে অনুষ্ঠিত শেষ পার্টি কংগ্রেসে গৃহীত রাজনৈতিক-কৌশলগত লাইন বাস্তবায়নের বিষয়ে। এর উপর ভিত্তি করেই ২৪তম পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব তৈরি হবে। কেন্দ্রীয় কমিটি পার্টি কংগ্রেসের জন্য রাজ্যভিত্তিক প্রতিনিধত্ব চূড়ান্ত করেছে। যার ভত্তিতে রাজ্য সম্মেলনেন থেকে প্রতিনিধি নির্বাচন করা হবে।
CPIM Statement
পার্টি কংগ্রেসের প্রস্তুতি আলোচিত কেন্দ্রীয় কমিটিতে
×
Comments :0