উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মালদহ, বীরভূম, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক বদল করলো রাজ্য সরকার। সোমবার জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করতে পারে এমন জল্পনা চলছে। তার আগে বেলার দিকে নবান্নের পক্ষ থেকে জেলা শাসক বদলের যেই নির্দেশিকা জারি করা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। শাসক দলের যুক্তি এই বদলি রুটিন বদলি, কিন্তু একসাথে ১৭ জন আইএএস সহ মোট ৬৪ জন আধিকারিকের বদলি প্রশ্ন তুলেছে বিভিন্ন জায়গায়।
প্রশাসনের একটা অংশের মতামত স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হওয়ার পর যেহেতু জেলাশাসকদের বদলি করা যাবে না তাই জেলাশাসক বদলে নির্দেশিকা জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী উত্তর ২৪ পরগনা জেলাশাসক শরৎকুমার দ্বিবেদীকে স্বাস্থ্য দফতরের সচিব করা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার নয়া জেলা শাসক হলেন শশাঙ্ক শেট্টি। দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তাকে বদলি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার নয়া জেলাশাসক হলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। মুর্শিদাবাদ জেলাশাসক রাজশ্রী মিত্রকে বদলি করা হয়েছে। মালদহ জেলার জেলাশাসক নীতিন সিংহানিয়াকে মুর্শিদাবাদ জেলার জেলাশাসক করা হয়েছে। পুরুলিয়া জেলার জেলাশাসক রজত নন্দার বদলে পুরুলিয়া জেলার নয়া জেলা শাসক হয়েছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি চিফ এক্সিকিউটিভ অফিসার কনঠাম সুধীর। দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েলকে পাঠানো হয়েছে মালদহ জেলায়। বীরভূম জেলার জেলাশাসক হলেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মিউনিসিপাল কমিশনার ধবল জৈন। বীরভূম জেলাশাসক বিধানচন্দ্র রায়কে বদলি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা জেলাশাসক হলেন ইউনিস ইসমাইল। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক কোন পূর্ণেন্দু কুমার মাঝিকে বদলি করা হয়েছে। ঝাড়গ্রাম জেলাশাসক সুনীল আগরওয়ালকে বদলি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্করকে ঝাড়গ্রামের জেলাশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
NABANNA
একসাথে ৬৪ জন আধিকারিককে বদলি করলো নবান্ন
×
Comments :0