শনিবার আইপিএলে ডাবল হেডার ম্যাচ। চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে দিল্লি ক্যাপিটালস। দুপুর ৩:৩০টেয়। অন্য ম্যাচে পিসিএ নিউ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নামবে পাঞ্জাব ও রাজস্থান। খেলাটি হবে সন্ধ্যা ৭:৩০টায়। ২০১০ সালে শেষবার চিপকে গিয়ে দিল্লি ক্যাপিটালস ( তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস ) হারিয়েছিল চেন্নাইকে। সেই দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। আবারো তার পুনরাবৃত্তি ঘটাতে চান বর্তমান অধিনায়ক অক্ষর প্যাটেল।
indian premier league
আইপিএলে ডাবল হেডার ম্যাচ

×
Comments :0