এসএফআই ডিওয়াইএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনের বাইরে অর্ধনত পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন শত শত এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা। বড় ব্যানারে লেখা “History will immortal your dream” বাংলায় তর্জমা করলে হয় ‘‘ইতিহাস আপনার স্বপ্নকে অমর করে রাখবে।’’
প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বপ্ন ছিল রাজ্যে শিল্পায়নের। রাজ্যের ছাত্র যুবদের যাতে ভিন রাজ্যে কাজের জন্য যেতে না হয়। তার সেই স্বপ্ন পুরন হয়নি। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘৮০ টা এসএফআইয়ের অর্ধনত পতাকা প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাবে। রাজ্যের শিক্ষার প্রসারের জন্য তাঁর যেই ভূমিকা তা স্মরণীয়। বাংলার উন্নতির জন্য তিনি যেই স্বপ্ন দেখেছিলেন তা সফল করার দায়িত্ব আমাদের।’’
ডিওয়াইএফআইয়ের রাজ্য নেতৃত্ব কলতান দাশগুপ্ত বলেন, ‘‘ডিওয়াইএফ এর প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক। ডিওয়াইএফআই রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য দপ্তরে সম্মান জানানো হবে। ৮০টি ডিওয়াইএফআইয়ের অর্ধনত পতাকা মিছিলে অংশ নেবেন।’’
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভীড় জমিয়েছেন সিপিআই(এম) এর রাজ্য দপ্তরে। মল্লিক বাজার মোড় থেকে মৌলালী পর্যন্ত বন্ধ গোটা রাস্তা। দীনেশ মজুমদার ভবনের বাইরে বহু মানুষের ভীড়।
Comments :0