ফের দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস। মঙ্গলবার অত্যন্ত দ্রুত গতিতে বর্ধমান থেকে কুসুমগ্রাম অভিমুখে যাওয়ার পথে বাঁকে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানজমিতে গড়িয়ে বিপত্তির মুখে পড়ে যাত্রীবোঝাই বাসটি। র্ঘটনায় ৪০ জন যাত্রী জখম হয়। তাঁদের উদ্ধার করে প্রথমে কুড়মুন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় ১৯ জন যাত্রীকে কুড়মুন থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁদের মধ্যে ১৭ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি দু’জনকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি বর্ধমান থেকে মন্তেশ্বর যাচ্ছিল। দেওয়ানদিঘি থানার ছোটবেলুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রীদের অভিযোগ, চালক দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিলেন। তাঁরা বার বার চালককে ধীরে চালানোর কথা বলেন। তিনি তা শোনেননি। তার ফলেই এই বিপত্তি। স্থানীয় বাসিন্দারা জানান, যান্ত্রিক ত্রুটির জন্যই বাসটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁকা জমিতে নেমে পড়ে। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান। পরে খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিস দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ও গ্রামবাসীরা জখম যাত্রীদের হাসপাতালে নিয়ে যায়।
Bardhaman Bus Accident
বর্ধমানে নিয়ন্ত্রণ হারিয়ে ধানজমিতে বাস, জখম ৪০ যাত্রী
×
Comments :0