Hemant Soren

হেমন্তর বিরুদ্ধে চার্জশিট জমা করলো ইডি

জাতীয়

জমি দুর্নীতি মামলায় ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ চার জন্য বিরুদ্ধে চার্জশিট জমা করলো ইডি। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার পক্ষ থেকে যেই চার্জশিট জমা করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে জমি মাফিয়াদের যেই চক্র, তার সাথে যুক্ত ছিলেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

৪৪ পাতার চার্জশিটে বেআইনি ভাবে দখল করা ৮.৮৬ একর জমি সংক্রান্ত একাধিক বিষয় উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে। ইডির দাবি ওই জমির মালিক হেমন্ত। 

ইডির দাবি ভানুপ্রতাদ নামে এক ব্যাক্তি সরকারি জমির দলিল এবং কাগজ গুলো নিয়ে জালিয়াতি করতেন। একাধিক সরকারি কর্মী তাকে এই কাজে সাহায্য করতেন বলে দাবি ইডির।

কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার দাবি হেমন্ত সোরেন তাদের তদন্তে সহযোগীতা করছেন না। একাধিক প্রশ্ন নাকি তিনি এড়িয়ে যাচ্ছেন।

গত ৩১ জানুয়ারি হেমন্তকে গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন তিনি।  

Comments :0

Login to leave a comment