হলদিয়ার সিটিসেন্টার সংলগ্ন ১৩২কেভি বিদ্যুৎ সাবস্টেশনে আগুন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওই আগুন লেগেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সাব স্টেশনের ফিডার লাইনে আচমকাই একটি বিস্ফোরণ ঘটে। ওই সময় আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিচের শুকনো ঘাসের জঙ্গলে। তাতে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে। বিদ্যুৎ স্টেশনের বাইরে ওই ঘটনা ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দমকলের ইঞ্জিন গিয়ে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।
Comments :0