norway chess tournament

নরওয়ে চেস প্রতিযোগিতায় অর্জুন ও গুকেশের নাম ঘোষণা

খেলা

gukesh arjun  norway chess ছবি প্রতিকী

 

মঙ্গলবার আসন্ন নরওয়ে চেস প্রতিযোগিতায় নাম ঘোষণা করা হল । গুকেশ ও বিশ্বের ৫নম্বর  দাবাড়ু অৰ্জুন এরিগায়েসি রয়েছেন স্কোয়াডে। আগামী ২৬মে থেকে ৬জুন পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। স্ট্যাভেঞ্জার সিটির ফিনান্সপার্কেনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এনারা ছাড়াও এই প্রতিযোগিতায় নজর থাকবে ম্যাগনাস কার্লসেন ( বিশ্বের একনম্বর ), ফ্যাবিয়ানো কারুয়ানা ( বিশ্বের দুইনম্বর ) , নাকামুরার  ( বিশ্বের তিননম্বর) দিকে। গত বছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন কার্লসেন। কারুয়ানা ২০১৮ ও ২০২৩ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।এখনও পর্যন্ত কোনো ভারতীয় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেননি । ২০১৫তে বিশ্বনাথন আনন্দ দ্বিতীয় স্থান পেয়েছিলেন। এছাড়াও  ২০২৩ ও ২০২৪ সালে তৃতীয় হয়েছিলেন গুকেশ ও প্রজ্ঞানন্দা। মোট ১০ রাউন্ডে হবে এই প্রতিযোগিতা। রেস্ট ডে হিসেবে ধার্য করা হয়েছে ৩০মে ও ৪জুন ।

Comments :0

Login to leave a comment