Rajya Sabha Bangladesh

বাংলাদেশে থাকা ভারতীয়রা নিরাপদে আছেন : জয়শঙ্কর

জাতীয় আন্তর্জাতিক

দিল্লিতেই আছেন শেখ হাসিনা। আচমকাই সাহায্য চেয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। রাজ্যসভায় জানালেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, ভারতের বাইরে নিরাপদ আশ্রয়ের খোঁজে আছেন তিনি। 
জয়শঙ্কর আরও জানিয়েছেন যে, ওই দেশে যেই সব ভারতীয়রা আছেন তারা নিরাপদেই আছেন। রাজ্যসভায় তিনি আরও জানিয়েছেন যে সেই দেশের পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে। 
তিনি বলেন, ‘‘৪ আগস্ট বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি দপ্তর, পুলিশের ওপর হামলা চালানো হয়। শাসক দলের নেতা কর্মীদের বাড়িতে হামলা হয়। সেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরও হামলা চলেছে। এখনও পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি।’’
বিদেশ মন্ত্রী জানিয়েছেন প্রায় ১৯ হাজার ভারতীয় বাংলাদেশে থাকেন। তার মধ্যে ৯ হাজার পড়ুয়া। জুলাই মাসে তাদের মধ্যে অনেকে দেশে ফিরে এসেছেন বলে রাজ্যসভায় জানিয়েছেন বিদেশ মন্ত্রী। 
সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর এদিন সর্বদলীয় বৈঠকে জয়শঙ্কর জানিয়েছে ভারত সব রকম ভাবে শেখ হাসিনাকে সাহায্য করতে চায়। তিনি এও জানিয়েছেন ভারত সরকার হাসিনাকে সময় দিতে চায় তার ভবিষ্যৎ পরিকল্পনা জানার জন্য। সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর ভারতে চলে এসেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা।

Comments :0

Login to leave a comment