সবদলের ২৪টি করে ম্যাচের শেষে শেষ হল আইএসএলের লিগ পর্বের লড়াই। ২ম্যাচ আগেই শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। মোহনবাগান ছাড়াও প্লে অফের বাকি পাঁচটি দল হল - এফসি গোয়া, বেঙ্গালুরু, জামশেদপুর , নর্থইস্ট এবং মুম্বই ।আগামী ২৯ এবং ৩০মার্চে নকআউটের ম্যাচে নামবে বেঙ্গালুরু ও জামশেদপুর এবং নর্থইস্ট ও মুম্বই । খেলা হবে শ্রীকান্তিরাভা এবং ইন্দিরা গান্ধী এথলেটিক স্পোর্টস স্টেডিয়ামে। আগামী ২ ও ৩ এপ্রিলে সেমিফাইনালের প্রথম লেগে বেঙ্গালুরু ও জামশেদপুর ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে নামবে মোহনবাগান এবং দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে নর্থইস্ট ও মুম্বই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে নামবে এফসি গোয়া। ৬ এপ্রিলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে যুবভারতীতে নামবে মোহনবাগান এবং বেঙ্গালুরু ও জামশেদপুর ম্যাচের বিজয়ী । ৭ এপ্রিলে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফতরদা স্টেডিয়ামে এফসি গোয়া নামবে নর্থইস্ট ও মুম্বই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে। ফাইনাল হতে পারে আগামী ১২ অথবা ১৩ এপ্রিলে। ফাইনালের ভেন্যু এখনও ঠিক হয়নি।
indian super league
আইএসএলে প্লেঅফের লড়াই

×
Comments :0