indian super league

আইএসএলে প্লেঅফের লড়াই

খেলা

isl playoffs

সবদলের ২৪টি করে ম্যাচের শেষে শেষ হল আইএসএলের লিগ পর্বের লড়াই। ২ম্যাচ আগেই শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। মোহনবাগান ছাড়াও প্লে অফের বাকি পাঁচটি দল হল - এফসি গোয়া, বেঙ্গালুরু, জামশেদপুর , নর্থইস্ট এবং মুম্বই ।আগামী ২৯ এবং ৩০মার্চে নকআউটের ম্যাচে নামবে বেঙ্গালুরু ও জামশেদপুর এবং নর্থইস্ট ও মুম্বই । খেলা হবে শ্রীকান্তিরাভা এবং ইন্দিরা গান্ধী এথলেটিক স্পোর্টস স্টেডিয়ামে। আগামী ২ ও ৩ এপ্রিলে সেমিফাইনালের প্রথম লেগে বেঙ্গালুরু ও জামশেদপুর ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে নামবে মোহনবাগান এবং দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে নর্থইস্ট ও মুম্বই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে নামবে এফসি গোয়া। ৬ এপ্রিলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে যুবভারতীতে নামবে মোহনবাগান এবং বেঙ্গালুরু ও জামশেদপুর ম্যাচের বিজয়ী । ৭ এপ্রিলে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফতরদা স্টেডিয়ামে এফসি গোয়া নামবে  নর্থইস্ট ও মুম্বই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে। ফাইনাল হতে পারে আগামী ১২ অথবা ১৩ এপ্রিলে। ফাইনালের ভেন্যু এখনও ঠিক হয়নি। 

Comments :0

Login to leave a comment