R G Kar

মানববন্ধন বিমাকর্মীদের, বিচারের দাবি তথ্য প্রযুক্তি কর্মীদের

কলকাতা

নিউটাউনের ইকোস্পেসে আইটি কর্মীদের বিক্ষোভ।

নিউটাউনের ইকো স্পেসে প্রতিবাদ জানালেন তথ্য প্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা। বুধবার সল্টলেকে প্রায় আধ কিলোমিটার দীর্ঘ সারিতে মানবন্ধন করেন বিমাকর্মীরা।
৫ সেপ্টেম্বর শুনানি সুপ্রিম কোর্টে। আর জি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে চিকিৎসক হত্যায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে শীর্ষ আদালত। চিকিৎসকদের মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস আদালতের কাছে আবেদন জানিয়েছে যে এই হত্যা-ধর্ষণ ঘটনাটিকে যাতে বিশেষভাবে বিবেচনা করা হয়। দ্রুত বিচারের আর্জি জানিয়েছে সরকারি চিকিৎসকদের সর্বভারতীয় মঞ্চও। 
বিচারের দাবি জোরালো করতে এদিনই রাত জাগা কর্মসূচি হচ্ছে রাজ্যের বহু জায়গায়। চিকিৎসকরা একাধিক জায়গায় শামিল থাকবেন রাস্তায়। 
সেই আবহেই এদিন তথ্য প্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা বিচারের দাবিতে শামিল হয়েছেন। 
বিমাকর্মীরা ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসে দুই লেনের মাঝে দীর্ঘ সারি করেন।

Comments :0

Login to leave a comment