গনতান্ত্রিক বাংলাদেশ গড়ার কথা বললেন খালেদা জিয়া। জেল থেকে মুক্তি পেয়ে বুধবার ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দলীয় সমাবেশে তিনি দাবি করেছেন তারা গনতান্ত্রিক বাংলাদেশ গড়বেন, যেখানে সব ধর্মকে সমান মর্যাদা দেওয়া হবে। হাসিনা বিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেত্রী।
সোমবার শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেনা শাসন জারি হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। তারপরই তাকে ছাড়া হয় জেল থেকে।
খালেদা যখন দাবি করছেন গনতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার তখন আওয়ামী লিগের নেতা কর্মীদের ওপর চলছে লাগাতার হামলা। পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি, দলীয় কার্যালয়। হিংসার শিকার হচ্ছেন সেই দেশের সংখ্যালঘুরাও।
Khaldea Zia
জেল থেকে মুক্তি পেয়ে প্রথম মুখ খুললেন খালেদা
×
Comments :0