LONDON MARATHON 2025

লন্ডন ম্যারাথনে রেকর্ড সংখ্যক অংশগ্রহণকারী

খেলা

london marathon 2025

আগামী ২৭এপ্রিলে শুরু হচ্ছে লন্ডন ম্যারাথন। এখনও পর্যন্ত বিশ্বের যে কোনো এক ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৫৫০০০। গত নভেম্বরে এই সংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছিল নিউইয়র্ক ম্যারাথন প্রতিযোগিতায়। এবার সেই রেকর্ডও ভেঙে যাবে লন্ডন ম্যারাথনে। এখনো পর্যন্ত রেকর্ডসংখ্যক প্রায় ৮লক্ষ্য ৪০হাজার ৩১৮ জনের আবেদন পত্র জমা পড়েছে এই প্রতিযোগিতার জন্য। সেখান থেকে বেছে নেওয়া হবে প্রায় ৫৬০০০ এরও বেশি প্রতিযোগীকে। লন্ডন ম্যারাথনের সিইও হিউ ব্রাশার জানিয়েছেন যে , এই ৪৫তম বছরটিকে তারা স্মরণীয় করে রাখতে চান । তারা বিশ্বের সেরা সবথেকে বড় ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করতে চান। রিও ও টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন কেনিয়ার ইলিউড কিপচোগে ,বর্তমানে মহিলাদের মধ্যে সর্বোচ্চ রেকর্ডধারী রুথ চেপেঙেটিচ এবং অলিম্পিক জয়ী সিফান হাসান এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন।  

Comments :0

Login to leave a comment