মোরামের অবৈধ খনন আটকাতে গিয়ে হুমকির মুখে পড়েছিলেন মহিলা আইপিএস আধিকারিক। অভিযোগ হুমকি দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিজে। তা নিয়ে ভিডিও ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ‘ভুল বোঝাবুঝির’ যুক্তি দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালালেন অজিত পাওয়ার।
সোলাপুরের করমালায় রাস্তায় ব্যবহারের মোরামের অবৈধ খননের অভিযোগ জমা পড়ছিল পুলিশের কাছে। এমনই একটি অভিযোগ পেয়ে এলাকায় পৌঁছান পুলিশ আধিকারিক অঞ্জনা কৃষ্ণা। অবৈধ খনন বন্ধ করেন তিনি।
ঘটনাস্থলেই এনসিপি’র কয়েকজন কর্মী কৃষ্নার হাতে ফোন ধরিয়ে দেন। তিনি বুঝতে পারেননি ওপারে রয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপি সভাপতি অজিত পাওয়ার। বিজেপি’র শরিক নেতাকে ফোনেই বলতে শোনা যায়, ‘তোমার ব্যবস্থা করছি। আমি কে বুঝতে পারছ না? হোয়াটসঅ্যাপ কল করলেই বুঝতে পারবে। সাহস বেশি হয়েছে?
ফোন কলের ভিডিও ছড়িয়ে পড়তেই বিরোধী কংগ্রেস সহ বিভিন্ন অংশ সরব হয়। বিপাকে পড়ে পাওয়ার বলছেন, ‘ভুল বোঝাবুঝি হয়েছে। ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ছিল। তা থাকামেই মহিলা পুলিশ আধিকারিককে ফোন’!
Maharashtra Deputy Chief Minister
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হুমকি-ফোন মহিলা আধিকারিককে

×
মন্তব্যসমূহ :0