শীতের শুরুতে আসে চেনা জলাশয়ে, বা জঙ্গলে। প্রতি বছরই দূরদূরান্ত থেকে অতিথি হয়ে আসে। এই বছরেও আসতে শুরু করেছে পরিযায়ী পাখির দল। বৃহস্পতিবার দুপুরে শালবনির কাথা জোড়ায় দেখা মিলল পরিযায়ী পাখির দলকে। ওই এলাকার বিভিন্ন ঝিলে, জলাশয়ে পরিযায়ীদের দেখা মেলায় ক্যামেরা বন্দি করেছেন অনেকেই। পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় কমবেশি পরিযায়ী পাখি আসে। এ বছরেও আসতে শুরু করেছে। স্থানীয়দের কথায় এই এলাকার বিভিন্ন ঝিলে, জলাশয়ে পরিযায়ীদের দেখা যেতো আগে। গত কয়েক বছরে সেই সংখ্যাটা অনেক কমেছে জলাশয়ের দূষণ, শব্দ, মাছ ধরা, চোরাশিকারিদের উপদ্রব ও খাদ্যের অভাবের কারণে। সেই সঙ্গে প্রায় সব সময় কচুরিপানায় ভরে থাকে জলাশয়। সেই জলাশয়গুলি পরিষ্কারের উদ্যোগ নেই প্রশাসনের। যার জেরে আগের তুলনায় পাখিদের আনাগোনা অনেক কমে গেছে। পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠেনা বিভিন্ন জলাশয়ে ও জঙ্গলে। বিগত বছরগুলোতে পরিযায়ী পাখিকে উত্ত্যক্ত এবং খাবার সঙ্কটের কারণে এমনটি হয়েছে বলে জানান স্থানীয়রা।
এদিন দুপুরে শালবনির কাথা জোড়ায় এলাকায় চোখ ধাধানো পাখিগুলিকে দেখে ক্যামেরা বন্দি করলেন সাংবাদিক চিন্ময় কর।
ছবি- চিন্ময় কর।
শীতের আগেই পরিযায়ী পাখিদের আগমন
×
Comments :0