Netaji

শ্রদ্ধার সাথে পালিত হল নেতাজির ১২৭ তম জন্ম বার্ষিকী

কলকাতা

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্ম বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধায় স্মরণ করলেন বামফ্রন্টের নেতা কর্মীরা।এদিন দেশপ্রম দিবস উদযাপন উপলক্ষে রাজ‍্যজুড়ে নানা কর্মসূচি সংগঠিত করা হয়।এদিন সকালে  ধর্মতলার ভিক্টোরিয়া  হাউসের সামনে থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত  বর্ণাঢ্য মিছিল হয়। কর্মসূচিতে অংশ নেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু , মহম্মদ সেলিম,অংশ  সূর্য মিশ্র, শ্রীদীপ ভট্টাচার্য, কল্লোল মজুমদার,অংশ নেন, জি দেবরাজন,প্রবীর ব‍্যানার্জি, মিহির বাইন,তপন হোর,নরেন চ‍্যাটার্জি, আশীষ চক্রবর্তী, স্বপন ব‍্যানার্জি, জীবন সাহা,কল‍্যান ব‍্যানার্জি, পুলক মৈত্র, প্রবীর অধিকারী  প্রমুখ।সুবোধ মল্লিক স্কোয়ারে নেতাজির মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পর সংক্ষিপ্ত সভার মধ‍্যদিয়ে কর্মসূচি শেষ হয়।

Comments :0

Login to leave a comment