আজ ১৬মার্চ। আজকের দিনে ২০১২ সালে নিজের শততম শতরানের রেকর্ড গড়েছিলেন শচীন তেনডুলকর। ম্যাচটি হয়েছিল মিরপুরের শের - ই - বাংলা স্টেডিয়ামে। খেলাটি হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। শচীন ১৪৭ বলে ১১৪ রান করেছিলেন। ম্যাচটি হেরে এশিয়া কাপের এই ম্যাচটি হেরে গেছিল ভারত। মোট ১২টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন শচীন। ৯৯টি শতরান করার ঠিক ৩৬৯ দিন ও ২৩ম্যাচ পর এসেছিলো এই বহু প্রতীক্ষিত শতরান। একদিনের ক্রিকেটে এটি শচীনের ৫১তম শতরান ছিল। পরে অবশ্য শচীনের এই রেকর্ড ছুঁয়েছিলেন বিরাট কোহলি। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দুবাইয়ে।
Comments :0