‘এক দেশ, এক ভোট’ এর বিরোধীতা সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির। রবিবার ও সোমবার ছিল সিপিআই(এম) এর কেন্দ্রীয় কমিটির বৈঠক। দলের পক্ষ থেকে যেই বিবৃতি দেওয়া হয়েছে তাতে স্পষ্ট লেখা হয়েছে যে, এই আইন গণতন্ত্র বিরোধী এবং একটি ফ্যাসিস্ট পদক্ষেপ। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কমিটির সুপারিশ মেনে এক দেশ এক ভোট যা কেন্দ্রীয় মন্ত্রিসভা পাশ করেছে তা সংসদীয় গণতন্ত্রের বিরোধী। এক সাথে লোকসভা, বিধানসভা এবং স্থানীয় স্তরের নির্বাচন করার কথা যা বলা হয়েছে তা ভারতের সংসদীয় গণতন্ত্রের বিরোধী’। বিবৃতিতে আরও বলা হয়েছে যে এই আইন কেন্দ্রীয় শাসন কায়েম করবে এবং রাজ্য গুলোর ক্ষমতা খর্গ করবে।
রাজ্যের আর জি কর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। চিকিৎসকের ধর্ষণের ও খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে যেই গণ-আন্দোলন চলছে তাতে সমর্থন জানিয়েছে কেন্দ্রীয় কমিটি। বলা হয়েছে, পশ্চিমবঙ্গে যেই আন্দোলন চলছে তা তৃণমূলের দুর্নীতি দুষ্কৃতিতন্ত্রের বিরুদ্ধে মানুষের ক্ষোভ। স্বাস্থ্য দপ্তর সহ সরকারের বিভিন্ন দপ্তরে যেই দুর্নীতি তৈরি করেছে শাসক দল তৃণমূল তার বিরুদ্ধে এই আন্দোলন। এর পাশাপাশি রাজ্যে এবং দেশের নারী নিরাপত্তার দাবি জানানো হয়েছে।
মণিপুরে যে ভাবে নতুন করে জাতি হিংসার পরিবেশ তৈরি হয়েছে তাতে মুখ্যমন্ত্রী বিরেন সিংহের পদত্যাগের দাবি করেছে সিপিআই(এম)।
এর পাশাপাশি পেট্রোল ডিজেলের মুল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা হয়েছে বিবৃতিতে।
আগামী ৭-১৫ অক্টোবর দেশ জুড়ে এক দেশ এক ভোট, পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্যবৃদ্ধি, নারী নির্যাতন এবং বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করা হবে দলের পক্ষ থেকে।
CPI(M)
‘এক দেশ এক ভোট’ গণতন্ত্র বিরোধী : সিপিআই(এম)
×
Comments :0