মহারাষ্ট্রের ২৮৮টি আসনে বিরোধী জোট মহা বিকাশ অগধি প্রার্থীরা মনোনয়ন জমা করেছে বলে জানিয়েছে কংগ্রেস। বুধবার কংগ্রেস নেতা রমেশ চেন্নিতালা একথা জানিয়েছেন। বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছিল যে শরদ পাওয়ারের দল, উদ্ধব থ্যাকারের শিব সেনা এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সেই সব জল্পনাকে উড়িয়ে দিয়ে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতিটা আসনের প্রার্থীরা মনোনয় জমা করেছে।
মঙ্গলবার ছিল মহারাষ্ট্রে মনোনয়ন জমা করার শেষ দিন কমিশনের তথ্য বলছে যে ১১টি আসনে প্রার্থী দেননি বিরোধীরা। উল্টে কংগ্রেসের দাবি সব আসনেই প্রার্থী দেওয়া হয়েছে বিরোধী জোটের পক্ষ থেকে।
চান্নিতালা দাবি করেছেন যে আসন সমঝোতা নিয়ে সমস্যা হলেও তা পরে মিটে গিয়েছে। বিজেপি, শিব সেনা (শিন্ডে) এবং এনসিপি (অজিত পাওয়ার) জোটের আসন সমঝোতাকে কটাক্ষ করতে ছাড়েনি চান্নিতালা।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই ১১টি আসনে কোন কোন দল প্রার্থী দিয়েছে তা জানা যায়নি। তবে মহারাষ্ট্রে ১০৩টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। ৮৭টিতে দিয়েছে উদ্ধব থ্যাকারের শিব সেনা। ৮৭টিতে দিয়েছে শরদ পাওয়ারের দল।
অন্যদিকে বিজেপি প্রার্থী দিয়েছে ১৫২টি আসনে। একনাথ শিন্ডের শিব সেনা প্রার্থী দিয়েছে ৮০টি আসনে। অজিত পাওয়ারের এনসিপি প্রার্থী দিয়েছে ৫২টি আসনে।
Comments :0