রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টিটোয়েন্টি ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড। পাঁচ টিটোয়েন্টি ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল । হাগলে ওভাল স্টেডিয়ামের এই ম্যাচ প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাইকেল ব্রেসওয়েল। কাইল জেমিসন ও জেকব ডাফির বলে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ওপেনিং জুটি মহম্মদ হ্যারিস ও হাসান নওয়াজ। অধিনায়ক সালমান আলী আঘার ২০ বলে ১৮রানের ছোট্ট ইনিংসটি কোনো কাজেই আসেনি। কারণ ইরফান ( ১রান ) , শাদাবরা ( ৩রান ) তাকে যোগ্য সহায়তাই করতে পারেননি। খুশদিল শাহের ৩২ রানের সাহায্যে পাকিস্তান মাত্র ৯১রান তুলতে সক্ষম হয়। ১৮.৪ ওভারে এই নিম্ন রান তোলে পাকিস্তান।টিম স্টেফার্ড ( ৪৪রান ) , ফিন আলেন ( ২৯রান ) এবং টিম রবিনসনের ( ১৮রান ) দৌলতে মাত্র ১০ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড।
New Zealand vs Pakistan t20 match
পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় কিউইদের

×
Comments :0