All Eyes On Rafah

‘অল আইজ অন গাজা’: ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আন্তর্জাতিক

গাজায় ইজরায়েলি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল “eyes on rafah”। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া পোস্টটি সোমবার থেকে ৪ কোটি ৪০ লাখ অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এআই-উৎপাদিত ছবিটি গিগি হাদিদ, বেলা হাদিদ এবং পেড্রো পাস্কালের মতো সেলিব্রিটি সহ ইনস্টাগ্রামে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। ভারতে আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া এবং কারিনা কাপুরের মতো অভিনেতারা পোস্টটি শেয়ার করেছেন।
ছবিটি গাজার বর্তমান পরিস্থিতির ছবি এবং তাঁবু ভর্তি একটি বিশাল এলাকার চিত্র তুলে ধরা হয়েছে। ইজরায়েলের বোমাবর্ষণ থেকে বাঁচতে হাজার হাজার প্যালেস্তিনীয় বর্তমানে রাফা শরণার্থী শিবিরে বসবাস করছে। সপ্তাহান্তে গাজার রাফাহ শহরের একটি শরণার্থী শিবিরে ইজরায়েলি বিমান হামলায় আগুন ধরে ৪৫ জন নিহত হয়।
ইজরায়েল ভাইরাল হওয়া ‘‘অল আইজ অন রাফা’’ এআই-উৎপাদিত ছবির প্রতিক্রিয়া জানিয়েছে যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, পালটা একটি ছবি সহ। এআই জেনারেটেড ছবির সঙ্গে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘‘আমরা ৭ অক্টোবর নি কথা বলা থামাব না’’, ‘‘আমরা কখনোই পনবন্দীদের জন্য লড়াই বন্ধ করব না’’।

Comments :0

Login to leave a comment