DHAKA PROTEST

আওয়ামি লিগের দপ্তরের সামনে চলছে জমায়েত, উত্তেজনা ঢাকায়

আন্তর্জাতিক

আওয়ামি লিগের কর্মসূচি ঘিরে উত্তেজনা জারি রয়েছে ঢাকায়। বাংলাদেশের সেনা আওয়ামি লিগের কয়েকশো কর্মীকে আটক করেছে। এর মধ্যেই কর্মসূচিকে ‘উসকানি’ বলছেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। 
ঢাকায় বাংলাদেশ বর্ডার গার্ডের ১৯১ প্লাটুন সেনা টহল দিচ্ছে। রবিবার আওয়ামি লিগের সদর দপ্তরের সামনে দেখানো হচ্ছে বিক্ষোভ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস শনিবারই ঘোষণা করেছিলেন যে আওয়ামি লিগকে কোনও কর্মসূচি করতে দেওয়া হবে না। 
রবিবার বেলা তিনটেয় জমায়েতের ডাক দিয়েছিল শেখ হাসিনার আওয়ামি লিগ। হাসিনা গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁর মন্ত্রী, সাংসদদের অনেকে আত্মগোপনে। একাংশকে গ্রেপ্তার করেছে সরকার। তাঁর পদত্যাগের চিঠি জমা পড়েছে কিনা তা নিয়ে বিতর্ক হয় কয়েকদিন আগেই। তার মধ্যে কর্মসূচি এবং তা রুখতে বাহিনীর সশস্ত্র টহলে উত্তেজনা ফের ছড়িয়েছে। 
সোহেল তাজ ফেসবুক পোস্টে হাসিনাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘একটি পরিবার ও তাদের সাঙ্গোপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করে গণতন্ত্রকে হত্যা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়ে হাজার মানুষকে হত্যা করে শত শত মানুষকে অন্ধ করে দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আওয়ামি লিগ সংগঠনকে ধ্বংস করে পালিণে গিয়ে এখন নিরীহ নেতা-কর্মীদের উসকিয়ে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে- তারা বিদেশে বসে পাচার করা টাকার পাহাড়ে বসে খেলা দেখছেন।’’  
২০০৯ সালে আওয়ামি লিগ মন্ত্রীসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ। কিন্তু পরে পদ ছাড়েন। বাংলাদেশে ১৯৭৫’র ২২ আগস্ট ‘জেল হত্যায়’ নিহত তাজউদ্দিন আহমেদের পুত্র তিনি।  
বাংলাদেশের সংবাদ প্রতিষ্ঠান ‘কালের কন্ঠ’ জানিয়েছে যে ঢাকায় সকাল থেকে নূর হোসেন চত্বর এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামি লিগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি চলছে।

Comments :0

Login to leave a comment