রেশন গ্রাহকের মারে প্রাণ গেল রেশন ডিলারের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার ভেন্ডাবাড়ি এলাকায়। মৃত ওই রেশন ডিলারের নাম কমল দাস। বয়স আনুমানিক (৫০)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছট পুজোর কারণে পাশের গ্রামে রেশন সামগ্রী দিয়ে এদিন দুপুরে বাড়ি ফেরেন কমল দাস সহ তাঁর কর্মীরা। সকাল থেকে পাশের কয়েকটি গ্রামে রেশন সামগ্রী বন্টন করার পরে তাঁরা যথেষ্ট ক্লান্ত ছিলেন। এরই মধ্যে তার প্রতিবেশী তথা রেশন গ্রাহক চন্দনা সিংহ ও তাঁর ছেলে করণ সিংহ রেশন সামগ্রী নিতে যায়। ওই সময় অমল দাস তাদের দুই দিন পরে রেশন সামগ্রী দেওয়া হবে বলতেই বচসার সৃষ্টি হয়।
এরপর বচসা চলাকালীন আচমকা ডিলারের উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের কারণে অসুস্থ হয়ে পড়েন ওই রেশন ডিলার। এরপর পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় ওই ডিলারকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহত রেশন ডিলারের স্ত্রী রমা দাস বলেন, ‘‘তাঁর স্বামীকে মা ও ছেলে মিলে মেরে ফেলেছে।’’ তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments :0