Kejriwal

দেশকে বাঁচাতে ফের জেলে যেতে প্রস্তুত, সাক্ষাৎকারে বললেন কেজরিওয়াল

জাতীয়

দেশকে বাঁচাতে জেলে যাওয়া তার কাছে গর্বের। আবগারি দুর্নীতি মামলায় অন্তবর্তী জামিনের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে একথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি ভগত সিংহের আর্দশে বিশ্বাসী। দেশকে বাঁচাতে যদি জেলে যেতে হয় আমি রাজি।’’

১ জুন শেষ হচ্ছে কেজরিওয়ালের অন্তবর্তী জামিন। সুপ্রিম কোর্টে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করলে সেই মামলার শুনানি হয়নি। কেজরিওয়াল দাবি করেছেন ২০০-র কম আসন পাবে বিজেপি। ৩০০ আসন পার করবে বিজেপি। বিজেপিকে আক্রমণ করে দিল্লির মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে তার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ প্রমান হয়নি। তার কথায় প্রধানমন্ত্রী নিজে একটি সাক্ষাৎকারে দাবি করেছেন যে কেজরিওয়ালের বিরুদ্ধে কোন অভিযোগের প্রমান পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘‘আপ সরকার দিল্লি এবং পাজ্ঞাবে যা যা কাজ করেছে বিজেপি তা করতে পারেনি। তারা চায় কেজরিওয়ালের প্রতিবাদকে থামিয়ে দিতে।’’

অন্যদিকে সুপ্রিম কোর্টে মামলার শুনানি না হওয়ার স্থায়ী জামিনের জন্য বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন বিকেলেই হবে সেই মামলার শুনানি।  

Comments :0

Login to leave a comment