RG Kar Student Death

আরজি কর কান্ডের প্রতিবাদ জলপাইগুড়িতে

রাজ্য জেলা

RG KAR STUDENT DEATH BENGALI NEWS

আরজি করের ঘটনা নিয়ে গোটা রাজ্যের সাথে প্রতিবাদ অব্যাহত জলপাইগুড়িতেও। বিচারের দাবিতে পথে নামলেন জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ও শিক্ষাকর্মীরা। বুধবার কলেজের গেট থেকে মৌন মিছিল শুরু করেন তাঁরা। মিছিল গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। 

এর পাশাপাশি এদিন জলপাইগুড়ির সমাজপাড়া মোড়ে বিকেল পাঁচটা থেকে রাত দশটা অবধি প্রতিবাদী অবস্থান কর্মসূচি হয় জলপাইগুড়ি নাগরিক সংসদের উদ্যোগে। প্রতিবাদ অবস্থানে শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, কর্মচারী, নাট্য ব্যক্তিত্ব সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ অংশ নেন। গান, কবিতা, আবৃত্তির মাধ্যমে নিজেদের ক্ষোভ তুলে ধরেন এবং বিচারের দাবি জানান। 

অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন জলপাইগুড়ি শহরের বিশিষ্ট চিকিৎসক পান্থ দাশগুপ্ত। বক্তব্য রাখেন জলপাইগুড়ির ইতিহাস গবেষক উমেশ শর্মা, আইনজীবী কমল কৃষ্ণ ব্যানার্জি, পরিবেশ আন্দোলনের কর্মী প্রশান্ত নাথ চৌধুরী, চিকিৎসক কমলেশ বিশ্বাস, চিকিৎসক সঞ্চিতা ব্যানার্জি সহ ব্যবসায়ী সমিতি, বৃহন্নলা সম্প্রদায়ের প্রতিনিধি সহ অন্যান্যরা।

Comments :0

Login to leave a comment