CRISTIANO RONALDO

১০০০এর পথে রোনাল্ডো

খেলা

ronaldo scored his 931st goals ছবি সৌজন্য - আল নাসের সৌদি ক্লাব অফসিয়াল ফেসবুক পেজ

শুক্রবার সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে আল নাসার। ক্যাপিটাল ডার্বিতে তারা হারিয়েছে আল হিলালকে। জোড়া গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। নিজের ক্যারিয়ারে মোট ৯৩১গোল ইতিমধ্যেই করে ফেলেছেন এই পর্তুগিজ সম্রাট। অফিসিয়াল গোলস্কোরারদের তালিকায় এই মুহূর্তে রয়েছেন সর্বোচ্চ স্থানে। তারপরেই দ্বিতীয় স্থানে ৮৫৫গোল করেছেন লিওনেল মেসি। ৭৬২গোল করে তৃতীয় স্থানে রয়েছেন পেলে। তবে  অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ম্যাচ মিলিয়ে পেলের গোলসংখ্যা মোট ১২৮৪। এবার সেই পথেই এগোচ্ছেন সিআর সেভেন। ৪০বছরে এসেও এই গোলক্ষুধাই তাকে নিয়ে গেছে সর্বোচ্চ শিখরে। বৃহস্পতিবারের ম্যাচে মানের পাস্ থেকে প্রথম যে গোলটি করলেন , তা থেকে পরিচয় দিলেন নিজের উপস্থিত বুদ্ধির। একজন প্রকৃত স্ট্রাইকারের মতোই গোলের আগে পৌঁছে গেছিলেন পজিশনে। ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের কাছে এই পজিশন জ্ঞান যথেষ্টই শিক্ষণীয়। নিজের জীবনে ব্যক্তিগত এবং দলগত বিভাগে প্রায় সব ট্রফিই জিতে ফেলেছেন রোনাল্ডো। তবে এখনও জেতা হয়নি বিশ্বকাপ। আগামি ২০২৬সালে পর্তুগাল জার্সিতে অধরা এই বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন বছর ৪০এর এই ফুটবলার।   

Comments :0

Login to leave a comment