Seikh Hasina

ভালো আছেন হাসিনা জানালেন জয়

আন্তর্জাতিক

‘‘মা কখনই দেশ ছেড়ে আসতে চায়নি। তার কথা ভেবেই আমরা তাকে বুঝিয়েছিলাম দেশ ছাড়ার জন্য।’’ শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার প্রসঙ্গে একথা বললেন তার ছেলে জয়। 

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তার সাথে ফোনে কথা হয়েছে শেখ হাসিনার। তিনি জানিয়েছেন মানসিক ভাবে ভেঙে পড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। 

জয়ের কথায়, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধুর কন্যা। গত ১৫ বছরের শাসনে সেই কাজ তিনি করে গিয়েছেন।

কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। সুপ্রিম কোর্টের রায়ে মুক্তি যোদ্ধার পরিবারের সদস্যদের জন্য কোটা বাতিল হয়ে গেলোও নয় দফা দাবিকে সামনে রেখে চলতে থাকে আন্দোলন। ধীরে ধীরে সেই আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলনের চেহারা নেয়। শুরু হয় অসহযোগ আন্দোলন। শতাধিক মানুষ প্রাণ হারায়।

সোমাবার এই পরিস্থিতিতে পদত্যাগ করেন শেখ হাসিনা। তারপর তিনি চলে আসেন ভারতে। হাসিনার ছেলে জানিয়েছেন তার নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত। তবে হাসিনা যে ভারত থেকে অন্য কোথায় যাবেন তা এখনও স্পষ্ট নয়। জয় জানিয়েছেন এই বিষয় তার সাথে তার মায়ের কোন কথা হয়নি। তবে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে হাসিনার পরবর্তী সিদ্ধান্ত জানার জন্য তাকে তারা সময় দিতে চান।

অন্যদিকে নিউ ইর্য়কে বাংলাদেশের দুতাবাসে একদল যুবক ঢুকে পড়েন। সেখানে উপস্থিত সরকারি কর্মীদের তারা বাধ্য করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানের জন্য। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে দুতাবাসে রাখা বঙ্গবন্ধুর সব ছবি এবং বই তারা সড়িয়ে দিতে বাধ্য করেন।

Comments :0

Login to leave a comment