SFI pinch Mamata Banarjee

প্রাথমিকে সেমিস্টারে না মুখ্যমন্ত্রীর, পাল্টা খোঁচা দিল এসএফআই

রাজ্য

প্রাথমিকে কোন সেমিস্টার হবে না, চাপে পড়ে ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন সভা ঘরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর জানান যে তাকে না জানিয়েই প্রাথমিকে সেমিস্টার চালু করার কথা ঘোষনা করেছে পর্ষদ। শিক্ষামন্ত্রীকে ধমকও খেতে হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। শিক্ষামন্ত্রী দাবি করেছেন মুখ্যমন্ত্রী না বললে কোন নোটিশ দেওয়া হবে না। নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রীর দপ্তর এই বিষয় কোন অনুমোদন দেয়নি। তাহলে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী অনুমোদন দিল না কিন্তু পর্ষদ কি করে ঘোষনা করলো?

শুক্রবার প্রাথমিকের সভাপতি গৌতম পাল জানান এবার থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চালু হবে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম। চলতি শিক্ষাবর্ষ থেকে পড়ুয়াদের এর মাধ্যমে মূল্যায়ন করা হবে বলে তিনি জানান। এই সিদ্ধান্তের বিরোধী করেন শিক্ষকদের একাংশ। তাদের দাবি কোন পরিকাঠামো ছাড়াই এই মূল্যায়ন পদ্ধতি চাপিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে আরও সমস্যায় পড়বেন পড়ুয়ারা। উল্লেখ্য পর্ষদ থেকে ঠিক করা হবে প্রশ্ন এমনটাই জানানো হয়েছিল। যা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। শিক্ষকদের দাবি প্রাথমিকে স্কুল প্রশ্ন করে যাতে তাদের পড়ুয়াদের মধ্যে কোন ভীতি না তৈরি হয় পরীক্ষা নিয়ে সেই বিষয়টি মাথায় রেখে। এই ক্ষেত্রে কোন স্কুলে পড়ুয়াদের কি পরিস্থিতি তা মাথায় না রেখেই তৈরি হবে প্রশ্ন, যার ফলে লেখা পড়া নিয়ে একটা আতঙ্ক তৈরি হবে। চাপ বাড়বে পড়ুয়াদের ওপর।

এই প্রসঙ্গে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘আমরা প্রথম থেকেই এই প্রাথমিকে সেমিস্টারের বিরোধী। এটা চাপিয়ে দেওয়া হচ্ছিল, এটা কোন বিঞ্জানসম্মত পদ্ধতি নয়। মুখ্যমন্ত্রী চাপের মুখে পড়ে বাতিল করছে। আসলে তিনি জানেন তার সরকারের লিকেজের সরকার। রাজ্যের বিপুল সংখ্যাক স্কুলে প্রশ্ন পত্র পৌছে যাওয়ার আগেই তা লিক হয়ে যাবে, তাই আরও বাতিল করেছে।’’   

Comments :0

Login to leave a comment