Raigunj

রায়গঞ্জের এসএফআইয়ের মিছিল

জেলা

আর জি করের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে এবং প্রমাণ লোপাটের ঘটনায় অভিযুক্ত সকলকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে রায়গঞ্জে মিছিল এসএফআইয়ের। গোটা রায়গঞ্জ শহরে মিছিল পরিক্রমা করে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। মেডিকেল কলেজ হাসপাতাল, এম জি রোড হয়ে, থানা রোড হয়ে রায়গঞ্জ রেল ষ্টেশন চত্বরে  পৌঁছালে কিছুক্ষণের জন্যে পথ অবরোধ করা হয়। এসএফআইয়ের জেলা সম্পাদক কুষাণ ভৌমিক বলেন, ‘অবিলম্বে সঠিক তদন্ত করে চুনো পুঁটি না ধরে আসল দোষীদের মাথা ধরার দাবিতে এই মিছিল।’ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে মিছিল থেকে। মিছিলের নেতৃত্ব দেন  জেলা সম্পাদক ছাড়াও জেলা সভাপতি নুর আলম, স্নেহজিত সরকার, ঐতিহ্য রায় চৌধুরী,  আজিজার রহমান, অরুনাভ ভাওয়াল, এরিনা ভদ্র, অনীশা চক্রবর্তী রুপক কুন্ডূ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন