‘তিলত্তমা ড্রপবক্স’ চালু করলো এসএফআই। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের আচার্য প্রফুল্ল চন্দ্র বালিকা বিদ্যালয় এবং রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের সামনে এই ড্রপ বক্সের উদ্বোধন করেছেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দোবাঞ্জন দে, উপস্থিত ছিলেন এসএফআই উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক আকাশ কর।
দেবাঞ্জন বলেন, ‘‘নির্যাতনের নানা ঘটনা সামনে আসছে প্রতিদিন। শরীর, মনের ওপর চিরকালীন অভিঘাত গড়ে দেওয়া ক্ষত তৈরী হয়ে যাচ্ছে ছাত্রীদের মনে। সংকোচ, ভয়, নিরাপত্তাহীনতা সংকুচিত করে দিচ্ছে মানসিক বিকাশ। সংশয় আর অবিশ্বাস গ্রাস করছে চারপাশের পরিবেশকে। বলবে কোথায় মেয়েগুলো? ডাকবাক্সের সন্ধান দিচ্ছে এসএফআই। মধ্যমগ্রামের প্রতিটা স্কুলগেটে ছাত্রীদের জন্য 'তিলোত্তমা কমপ্লেন বক্স' চালু করেছে এসএফআই মধ্যমগ্রাম ১ আঞ্চলিক কমিটি। শুরু হয়েছে দুটো স্কুল দিয়ে, আগামী সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে মধ্যমগ্রামের অন্যান্য স্কুলেও। রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ছড়িয়ে পড়বে এই ড্রপবক্স।’’
রাজ্য জুড়ে ঘটে চলেছে একের পর নারী নির্যাতনের ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরেও বিভিন্ন ভাবে হেনস্তার শিকার হচ্ছেন পড়ুয়ারা। তারা যাতে অভিযোগ জানাতে পারে তার জন্য এই প্রচেষ্টা। এসএফআই নেতৃত্বের কথায় পড়াশোনার ক্ষেত্রেও যদি কেউ কোন সমস্যায় পড়ে তবে সেই কথাও সে ওই ড্রপবক্সের মাধ্যমে জানাতে পারবে। এই অভিযোগ গুলো নির্দিষ্ট জায়গায় জানানো হবে জানিয়েছে এসএফআই নেতৃত্ব।
SFI
‘তিলত্তমা ড্রপবক্স’ চালু করলো এসএফআই
×
Comments :0