ভোটের মুখে বাজেট অধিবেশনকে ঘিরে তুলকালাম বিধানসভায়। বৃহস্পতিবার রাজ্যের বাজেট অধিবেশন শুরু হতেই বিরোধীদের পক্ষ থেকে বিক্ষোভ শুরু হয়। এদিনে বাজেটে নতুন কোনো শিল্প, কর্মসংস্থানের উল্লেখ না থাকলেও বিভিন্ন অনুদান প্রকল্পের অর্থের পরিমাণ বাড়ানোর কথা উল্লেখ করা হয় রাজ্যের তরফে। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাকার অভিযোগও তোলা হয় রাজ্যের তরফে।
কর্মশ্রী প্রকল্পে জব কার্ড হোল্ডারদের ৫০ দিনের কাজ। মে, ২০২৪ থেকে শুরু হবে প্রকল্প। উইমেন এমপ্লয়মেন্ট প্যালফর্মের ঘোষণা করা হয়েছে বাজেটে। এ রাজ্যে রেগায় তীব্র দুর্নীতির কারণ দেখিয়ে টাকা বন্ধ করেছে কেন্দ্র। দুর্নীতির অভিযোগ সম্পর্কে চুপ রাজ্য বাজেট।
আগের বাজেটে কোষাগারীয় ঘাটতি ছিল ৩০ হাজার কোটি টাকা। ধার ও মদ বিক্রি করে সেই ঘাটতি পূরণের রাস্তা নিয়েছিল রাজ্য। ১০০ দিনের কাজ করে মজুরি পাননি এমন ২১ লক্ষ জবকার্ড হোল্ডারদের মজুরি মিটিয়ে দেওয়া ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। টাকার কথা বললেও দুর্নীতির জেরে প্রকৃত প্রাপকের কাছে টাকা পৌঁছাবে কিনা, সে প্রশ্ন রয়েছে।
Comments :0