Kejriwal

সুপ্রিম কোর্টে খারিজ কেজরিওয়ালের দ্রুত শুনানির আবেদন

জাতীয়

সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দ্রুত শুনানির আবেদন। আগামী ১ জুন আবগারি দুর্নীতি কান্ডে শেষ হচ্ছে কেজরিওয়ালের মেয়াদ। জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। এই মামলার দ্রুত শুনানির আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। 

সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে শুনানির বিষয় চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। 

গত মার্চ মাসে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন কেজরিওয়াল। সুপ্রিম কোর্টের নির্দেশ ১ জুন পর্যন্ত অন্তবর্তী জামিনে আছেন তিনি। তার শারিরীক অবস্থার কথা জানিয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। 

Comments :0

Login to leave a comment