আসন্ন আইপিএলে বোলারদের জন্য আসতে চলেছে খুশির খবর। কোভিড ১৯ এরপর স্বাস্থ্যবিধিসম্মত কারণেই ২০২২ থেকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ( ICC ) নিষেধাজ্ঞা জারি করেছিল বলের মধ্যে লালা লাগানোর ক্ষেত্রে। তবে এবার হয়তো উঠতে চলেছে এই নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের হেডকোয়ার্টারে আইপিএলের দশ দলের অধিনায়কদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা। এই নিষেধাজ্ঞা উত্তোলনের ব্যাপারে সম্মতি জানানোর বিষয়েই হবে এই বৈঠক। চ্যাম্পিয়ন্স ট্রফির সময়েই মহম্মদ শামি জানিয়েছিলেন যে , বলে লালা লাগালে তা রিভার্স সুইংয়ের ক্ষেত্রে অনেক সুবিধাজনক হয়। বিসিসিআইয়ের ক্ষেত্রে নিয়ম ছিল যে , প্রথমবার কোনো বোলার বলে লালা লাগালে তাকে প্রথমবারে সতর্ক করা হবে। দ্বিতীয়বারের ক্ষেত্রে এই ভুল করলে সেই খেলোয়াড় ও সেই দলের অধিনায়ককে দ্বিতীয় এবং শেষবারের জন্য সতর্ক করা হবে। তৃতীয়বার এই ভুল করলে সেই বোলারটিকে শাস্তিস্বরূপ ১০ লক্ষ্য টাকা অথবা নিজের ম্যাচ ফি'র ২৫শতাংশ অর্থ জরিমানাবাবদ বিসিসিসিআইকে প্রদান করতে হবে। তবে এবার এই নিয়ম উঠতে চলায় খুশির খবর বোলারদের জন্য।
indian premier league
আইপিএলেই খুশির খবর বোলারদের জন্য

×
Comments :0