ফের নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার রানীবাঁধের বাঘডুবি গ্রামে। শুক্রবার সকালে বারিকুল অঞ্চলের এই জঙ্গলঘেরা এই বাঘডুবি গ্রামে কাজ করতে যাওয়া এক অঙ্গনওয়াড়ি কর্মী বাঘের পায়ের সন্ধান পান। পরে তিনি এলাকার মানুষের কাছে বিষয়টি জানান। মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার মানুষজন এই ছাপ দেখেন। তাঁদের বক্তব্য নিশ্চিতভাবেই এটি বাঘের পায়ের ছাপ। পুরুলিয়ার জঙ্গলে বাঘের আনা গোনার যে ঘটনার খবর প্রকাশিত হয়েছে, সেই পুরুলিয়ার দিক থেকে বাঘটি এখানে আসতে পারে বলে মানুষজন অনুমান করছেন। এদিন ঘটনাস্থলে বনবিভাগের কর্মীরা যান। বাঘের পায়ের ছাপের জায়গাটি চিহ্নিত করে রাখা হয়েছে।
Tiger Panic
নতুন করে বাঘের আতঙ্ক বাঁকুড়ার রানীবাঁধে
×
Comments :0