Gang Raped

লিচুবাগানে দুই নাবালিকাকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৩

রাজ্য জেলা

দলবদ্ধ ধর্ষণের শিকার দুই নাবালিক। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানা এলাকায়। নির্যাতিতাদের পরিবার অভিযোগ কালিয়াচক থানা অভিযোগ জানালে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে,ধৃতদের নাম সমদ শেখ (১৯), শাহিন শেখ (১৮) ও মাবুদ শেখ (১৯)। কালিয়াচকের বাসিন্দা।

পুলিশ ও পরিবারের সুত্রে ঘটনার বিবরণে জানা গিয়েছে,শনিবার দুই বোন আত্মীয়র বাড়িতে ঘুরতে যায়। 

আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়ে ওইদিন নিকটবর্তী একটি বাগানে দুই বোন ঘুরতে যায়। অভিযুক্ত যুবকদের সঙ্গে পরিচয় হয় দুই নাবালিকার। সেখানে দুই বোনকে মুখ বেঁধে গ্রাম থেকে কিছুটা দূরে লিচু বাগানে নিয়ে গিয়ে দুই নাবালিকাকে দলবেঁধে ধর্ষণ করে। 

সুযোগ বুঝে দুই বোন চিৎকার করলে গ্রামের মানুষ ছুটে আসে। বেগতিক বুঝে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা দুই বোনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যদের। নাবালিকাদের পরিবারে সদস্য অভিযোগ দায়ের করে কালিয়াচক থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Comments :0

Login to leave a comment