Kamarhati Building

কামারহাটিতে হেলে পড়ল নির্মীয়মান বহুতল, শঙ্কায় স্থানীয়রা

জেলা

কামারহাটিতে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে ছড়ালো আতঙ্ক।

কামারহাটির সাত নম্বর ওয়ার্ডের ধুবিয়াবাগানে আচমকাই তিনতলা বহুতল হেলে পড়ল। ছয় থেকে সাত মাস ধরে এই বিল্ডিংয়ের কাজ চলছিল। 
বিক্কু নামে এক প্রোমোটার এই বিল্ডিংয়ের কাজ করছিল বলে স্থানীয়রা জানিয়েছে। বিল্ডিংয়ের পাশেই একটি স্কুল আছে। প্রায় দেড়শো জনের বেশি পড়ুয়া এই স্কুলে পড়ে। 
এর আগে যাদবপুরের বাঘাযতীনে একটি বহুতল হেলে পড়েছে গত সপ্তাহেই। জলাজমি বুজিয়ে অবৈধ নির্মাণও ধরা পড়েছে। 
কামারহাটিতে বাড়ি হেলে যাওয়ায় প্রযুক্তি ব্যবহার করে সোজা করার চেষ্টা করছিলেন প্রোমোটার। এই বহুতলও বিধি না মেনে তোলার অভিযোগ রয়েছে স্থানীয়দের। 
বহুতল সংলগ্ন এলাকাবাসীদের আশঙ্কা রয়েছে। জমির চারপাশে কোনও ছাড় না দিয়ে বহুতলটি নির্মাণের অভিযোগ রয়েছে। 
স্থানীয়দের অভিযোগ,  কামারহাটিতে বেআইনিভাবে বহুতল নির্মাণ হয়ে চলেছে। প্রোমোটাররা থ্রেট কালচারও চালাচ্ছে বলে অভিযোগ। 

Comments :0

Login to leave a comment