বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে দক্ষিণ আমেরিকা বিভাগের ম্যাচে মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়াকে হারালো ব্রাজিল। গোল পেলেন রাফিনহা ও ভিনিসিয়াস। কলম্বিয়ার গোলদাতা লুইজ ডিয়াজ। ৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন বার্সিলোনার রাফিনহা। ৪১মিনিটে গোল শোধ দেন লিভারপুলের লুইজ ডিয়াজ । ম্যাচের একদম শেষের দিকে ৯০+৯ মিনিটে জয়সূচক গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের ফর্মই ব্রাজিলের জার্সিতেও বয়ে বেড়ালেন ভিনি এই ম্যাচে। অন্যান্য ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারালো পেরু। প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হার চিলির। শুক্রবার রাত ২:৩০টেয় ( শনিবার ) ইকুয়েডরের বিরুদ্ধে নামবে ভেনেজুয়েলা। ভোর ৫টায় উরুগুয়ের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা।
FIFA Worldcup Qualifiers
যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে জয় ব্রাজিলের

×
Comments :0