Chinsura

চুঁচুড়ার মহেশতলায় যুবকের হাতে আক্রান্ত বৃদ্ধা

জেলা

চুঁচুড়া মহেশতলা এলাকায় একটি জগদ্ধাত্রী পুজো হয়। বুধবার রাতে পুজো কমিটির সদস্যরা রাতে বসে গল্প করছিলেন,পুজোর কাজ করছিলেন। সেই সময় পাড়ারই এক যুবক সৌরভ বেরা হঠাৎ সেখানে উপস্থিত হয়। গালিগালাজ শুরু করেন, প্রতিবাদ করলে সেখানে থাকা ব্যাক্তিদের ইঁট ছুঁড়তে থাকে সৌরভ। ইঁটের আঘাতে এক জনের কান ফাটে। চিৎকার চেঁচামেচি হচ্ছে শুনতে পেয়ে ঋতম বেরা নামে এক যুবক বাড়ি থেকে বেড়িয়ে আসে তাকেও মারধর শুরু করে অভিযুক্ত। ছেলেকে বাঁচাতে গেলে মাথায় লাঠির আঘাত লাগে রিঙ্কু বেরা নামে এক বৃদ্ধার।

খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ সেখানে হাজির হয়। অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করে।

ঘটনায় আহতদের চুঁচুড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আক্রান্ত মহিলার মাথায় ১৫ টি সেলাই পড়ে।

পাড়ার এক বাসিন্দা স্বর্ণাভ পাল বলেন, ‘পাড়ায় জগদ্ধাত্রী পুজোর কাজ চলছিল।অনেকেই বসে গল্প করছিলাম। হঠাৎ করে মদ্যপ অবস্থায় সেখানে হাজির হয় সৌরভ বেরা। আমাদের পাড়ার পুজোয় সবাই অংশ নেয়। এখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক ভালো। কিন্তু সৌরভ পাড়ায় কারোর সঙ্গেই খুব ভালোভাবে মেশে না। পুজোর জন্য চাঁদার জুলুমের কোন প্রশ্ন নেই কারন সবাই এসে চাঁদা দিয়ে যায়। ওই যুবক নিজের স্ত্রী কেও বহুবার মদ্যপ অবস্থায় মারধর করেছে।’’

 

Comments :0

Login to leave a comment