ইন্দোরে শ্লীলতারহানির শিকার দুজন অস্ট্রেলিয়া দলের মহিলা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল এখন রয়েছে ইন্দোরে। জানা গিয়েছে, দুই মহিলা ক্রিকেটার হোটেল র্যাডডিসন ব্লু থেকে একটি ক্যাফেতে যাওয়ার সময়, বাইকে থাকা এক ব্যক্তি তাদের উত্যক্ত করেন। তাদের অনুপযুক্তভাবে স্পর্শও করেছে বলে অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে এমআইজি পুলিশ একটি এফআইআর দায়ের করেছে অস্ট্রেলিয়া দল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে। খাজরানা রোডে এই ঘটনা ঘটে। ঘটনার বিবরন অনুজায়ী একজন ব্যাক্তি বাইকে করে তাদের পিছু নিতে শুরু করে। সে দ্রুত এগিয়ে এসে একজন মহিলা ক্রিকেটারকে অনুপযুক্তভাবে স্পর্শ করে। এই ঘটনায় উভয় খেলোয়াড়ই হতবাক হয়ে যান এবং তাৎক্ষণিকভাবে অস্ট্রেলিয়ান দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। খেলোয়াড়দের অস্বস্তিতে দেখে অপর একটি গাড়িতে থাকা একজন ব্যক্তি এগিয়ে এসে তাদের সাহায্য করেন।
এই ঘটনায় ফের একবার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেলো বিজেপি শাসিত রাজ্যে।
Indore
ইন্দোরে শ্লীলতাহানির শিকার দুই মহিলা ক্রিকেটার
×
Comments :0