Odissa woman died makar mela stampede

মকর মেলায় কটকে পদপিষ্ট হয়ে মৃত ১, আহত প্রায় ২০

জাতীয়

ওডিশার কটকে মকর মেলায় (Makar Fair)পদপিষ্ট হয়ে মৃত্যু ১ মহিলার। আহত হয়েছেন প্রায় ২০ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। মৃত মহিলার নাম অঞ্জনা সোয়াইন (Anjana Sowin) তার বয়স ছিল প্রায় ৪৫। শনিবার মকর সংক্রান্তি উপলক্ষে মেলা বসে কটকের বাদাম্বা গোপিনাথপুরের(Gopinathpur) টি ব্রিজ(T Bridge) এলাকায়। দুবছর পর এই মেলার আয়োজন হওয়ায় উপচে পড়ে ভিড় হয় সেখানে। আতাগরের সাব কালেক্টর হেমন্ত কুমার সোয়াইন (Hemanta Kumar Sowain) জানিয়েছেন যে দুপুরে হঠাৎ করেই প্রচুর মানুষের আগমন হয়। সিংহনাথের মন্দিরে পুজো দেওয়ার জন্য মানুষ ছুটে আসে পুরী, ঢেঙ্কানাল, বউধ, নয়াগড় জেলাগুলি থেকে। 


বদম্ব নরসিংহপুরের বিধায়ক দেবী প্রসাদ মিশ্র ঘটনার সত্যতা শিকার করে জানিয়েছেন যে  সিংহনাথের মন্দিরে পুজো দিতে গিয়ে হুরোহুরি লেগে যায়। তখনই এই দুর্ঘটনা ঘটে। মেলায় বয়স্কদের সঙ্গে প্রচুর শিশুও এসেছে আহতদের অনেকেই শিশু। ওডিশার মুখ্যমন্ত্রী মৃত মহিলার পরিবারকে ৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন, এবং আহতদের বিনা পয়সায় চিকিৎসার দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

Comments :0

Login to leave a comment