MANBAZAR PS GHERAO

স্কুলের ২১ লক্ষ টাকা নয়ছয়,
এবার থানা ঘেরাও মানবাজারে

জেলা

MANBAZAR PS GHERAO সোমবার পুরুলিয়ার মানবাজার থানার সামনে জনতা।

স্কুলবাড়ি তৈরির টাকা থেকে নয়ছয় হয়েছিল ২১ লক্ষ টাকা। অভিযোগ তৃণমূলের শিক্ষা সেলের নেতার বিরুদ্ধে। ব্যবস্থা নেওয়ার দাবিতে এবার মানবাজার থানা ঘেরাও করল সিপিআই(এম)। 

মানবাজার মহকুমার ধানাড়া অঞ্চলের বনমহড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের স্কুল নিয়েই অভিযোগ। স্কুল বাড়ি নির্মাণের প্রায় ২১ লক্ষ টাকা নয়ছয় হয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ, তৃণমূলের শিক্ষা সেলের নেতা ও স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক প্রণব মন্ডল টাকা আত্মসাৎ করেছেন। 

মিড ডে মিলের টাকা সরিয়ে সরকারি অনুষ্ঠানে দেদার খরচের অভিযোগ রয়েছে তৃণমূল সরকারের ওপর। কমেছে মাধ্যমিকের প্রায় চার লক্ষ পরীক্ষার্থী। অন্যতম কারণ, পরিকাঠামোর অভাব। সেই রাজ্যেই গ্রামের কেবল একটি স্কুলে ২১ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেছে। 

৪ জানুয়ারি স্কুল অবর পরিদর্শকের কাছে সিপিআই(এম) মানবাজার পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে গ্রামবাসীরা ডেপুটেশন দেন। দাবি, সরকারি টাকা লোপাট করেছে যারা, ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। 

তারপর কেটে গিয়েছে এক মাসের বেশি সময়। প্রশাসন কিছু করেনি। সোমবার মানবাজার থানায় ঘেরাও হয় সেই ক্ষোভেই। পুলিশকে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নিতে হবে। নইলে আরও বড় আন্দোলনে নামবেন গ্রামবাসীরা।

Comments :0

Login to leave a comment