শনিবার নতুন করে তুষারপাত হলো হিমাচল প্রদেশের কুলু, লাহুল-স্পিতি, কিন্নর ও সিমলার উচ্চ পার্বত্য এলাকাগুলিতে। নিচের দিকে দিনভর এদিন হালকা বৃষ্টি হয়েছে। তুষারপাতের ফলে তিনটি জাতীয় সড়ক সহ অন্তত ২১৬টি রাস্তা বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি, ১১৯টি রাস্তা বন্ধ হয়েছে লাহুল-স্পিতিতে। ৩১টি রাস্তা বন্ধ হয়েছে কিন্নরে, ১৯টি চাম্বায়, ৯টি কুলুতে, ছটি মান্ডিতে, দুটি কাংড়ায় এবং ১টি রাস্তা বন্ধ হয়েছে সিমলা জেলায়।
আবহাওয়া দপ্তরের দেওয়া হিসেবে অনুযায়ী, এদিন কোঠিতে বরফ পড়েছে ২০ সেমি, কল্পায় ১৭ সেমি, গোণ্ডলায় ১৩.৫ সেমি, কুকমসেরিতে ৫ সেমি। সিমলা শহরে এদিন শিলা বৃষ্টি হয়েছে।
লাহুল-স্পিতির জেলা প্রশাসন পর্যটক ও বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন তাঁরা যেন অহেতুক সফর না করেন। তুষার ধসের কারণে মানালি-লে জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে।
রাজ্যের বেশিরভাগ জায়গাতেই প্রবল শৈত্যপ্রবাহ চলছে। রবিবার থেকে আবহাওয়া উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ন্যুনতম তাপমাত্রায় এখনও পর্যন্ত লক্ষ্যনীয় কোনো পরিবর্তন নেই। গতকাল রাতে কেলংয়েই ছিল রাজ্যের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা, মাইনাস ৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
Comments :0