মধ্য প্রদেশের শিবপুরী জেলায় বছর ছয়ের একটি শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাতে কারেরা থানার বাদোরা গ্রামে ঘটনাটি ঘটেছে। থানার স্টেশন ইনচার্জ জানিয়েছেন, একটা ধর্মীয় অনুষ্ঠানের জন্য মেয়েটির মা তাকে নিয়ে একটি মন্দিরে গিয়েছিলেন।
সেখানে গিয়ে মেয়েটি হারিয়ে যায়। মা ভাবেন মেয়ে হয়তো বাড়ি ফিরে গেছে। কিন্তু বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে তিনি পুলিশে খবর দেন। শনিবার সকালে মুখে কাপড় গোঁজা অবস্থায় মেয়েটির দেহ গ্রামের সরকারি স্কুলের পিছনে পাওয়া যায়। পুলিশ অপরাধীর খোঁজে তল্লাশিতে নেমেছে।
Comments :0