তিন দিনেই হিমাচল প্রদেশে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয়েছে ৭১ জনের। প্রবল বৃষ্টিতে ধস নেমেছে হিমালয়ের কোলে থাকা এই রাজ্যে। ধসে বিধস্ত জায়গা থেকে বের হচ্ছে আরও দেহ। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বৃহস্পতিবার জানিয়েছেন অন্তত ১১০০ মানুষকে কাঙড়া জেলায় উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
দুশ্চিন্তা আরও বাড়িয়েছে আবহাওয়া দপ্তরের ঘোষণা। ভারী বৃষ্টিপাত চলবে অন্তত ২৩ আগস্ট পর্যন্ত। কুলুতেও বিতস্তা বইছে বিপদসীমার ওপরে। বন্যায় বিধস্ত বিভিন্ন এলাকায় গিয়েছে সুখু।
গত তিন ধরে বৃষ্টিপাতের জেরে বন্যার মতো পরিস্থিতি হিমাচলে বিভিন্ন অংশে। তার ওপর পাহাড় থেকে গড়িয়ে পড়ছে পাথরের চাঁই। কোথাও নদীর জলে ভেসে যাচ্ছে রাস্তাঘাট। সিমলার সামার হিল এলাকায় একটি মন্দির ভেঙে পড়ে দশজনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জেলায় হড়পা বানে ভেসে যাচ্ছে একের পর এক বাড়ি। প্রাণ হারিয়েছেন বহু মানুষ।
Comments :0