Amit Shah

মতুয়া ক্ষোভ চাপা দেওয়ার চেষ্টা শাহের

জাতীয় রাজ্য

মতুয়া ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন অমিত শাহ। সাংগঠিক কাজে সোমবার কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে মতুয়া প্রসঙ্গে শাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মতুয়াদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। যে শরণার্থীরা পশ্চিমবঙ্গে এসেছেন, তাঁরা ভারতের নাগরিক। এটা বিজেপির প্রতিশ্রুতি। তাঁদের কেউ ক্ষতি করতে পারবেন না।’ শাহ যখন এই কথা বলছেন তখন তার পাশে বসে আছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বনগাঁর বিজেপি সাংসদ তথা মতুয়া মহাসঙ্ঘের অন্যতম মাথা এই শান্তনু ঠাকুর কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন ৫০ লক্ষ নাম বাদ দিতে গেলে যদি এক দুই লক্ষ মতুয়ার নাম বাদ যায় তাহলে তাদের তা মেনে নিতে হবে। উল্লেখ্য সিএএ’র নাম করে মতুয়া এবং পিছিয়ে পড়া অংশের মানুষের কাছ থেকে বিপুল টাকা লুঠ করা হচ্ছে। বামপন্থীরা যখন মতুয়াদের ভোটাধিকার রক্ষার জন্য লড়াই করছে তখন তৃণমূল এবং বিজেপি মতুয়াদের নিয়ে রাজনীতি করছে নিজেদের স্বার্থে। যেই খসড়া তালিকা প্রকাশিত হয়েছে তাতে ম্যাপিংয়ে মতুয়াদের নাম সব থেকে বেশি বাদ গিয়েছে। 
অমিত শাহের কথায় উঠে এসেছে অনুপ্রবেশ প্রসঙ্গ। তিনি বলেন, ‘বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, তা শুধু বাংলার বিষয় নয়। পুরো দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন।’ উল্লেখ্য এসআইআরের প্রাথমিক পর্বে যেই নাম বাদ গিয়েছে তাতে কোন অনুপ্রবেশকারির নাম নেই। এখনও পর্যন্ত কোন অনুপ্রবেশকারির নাম দেখাতে পারেনি নির্বাচন কমিশন।
এদিন শাহ বলেন, তৃণমূল শাসনে রাজ্যের কর্মসংস্থানের অবস্থা সব থেকে খারাপ। উল্লেখ্য ২০০৭ সালে সিঙ্গুরের টাটা কারখানা বিরোধী যেই আন্দোলন মমতা ব্যানার্জি করছিলেন তাতে অংশ নিয়েছিলেন বিজেপি নেতা তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। সেই সময় বামপন্থী সরকারের বিরুদ্ধে যেই চক্রান্ত চলছিল তার অন্যতম অংশ ছিল বিজেপি। 
এদিন শাহ তৃণমূলকে দূর্নীতি প্রসঙ্গে আক্রমণ করেছেন। কিন্তু কেন কোন দুর্নীতির তদন্ত এখনএ শেষ হলো না সেই নিয়ে একটাও কথা বললেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য শুভেন্দুকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন অমিত শাহ। কোন শুভেন্দু? যাকে তৃণমূলের থাকার সময় তোয়ালে মুড়ে নারদায় টাকা নিতে দেখা গিয়েছে। কোথায় সেই ভিডিও দেখানো হয়েছিল? বিজেপি দপ্তর থেকে। আর এখন তিনি বিজেপির সম্পদ হয়ে উঠেছেন।

Comments :0

Login to leave a comment