Covid-19 incresing

৭ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

জাতীয়

ফের বাড়ল দেশে করোনা সংক্রামনের সংখ্যা। বুধবার একদিনে প্রায় ৭,৮৮০ জন আক্রান্ত হয়েছেন। ২৩৩ দিনের মধ্যে বুধবারই সর্বাধিক সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ভারতে অ্যক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪০,২১৫ জনে। এর আগে ১ সেপ্টেম্বর ৭ হাজার ছাড়িয়েছিল করোনা আক্রান্তের সংখ্যা। তারপর জানুয়ারী থেকে ফেব্রুয়ারীর মধ্যে ৩০০’র নিচে নেমে গিয়েছিল।


বর্তমানে ভারতে অমিক্রনের XBB.1.16 প্রকরণটি সক্রিয় রয়েছে। চিকিৎসকদের মতে এই প্রকরণটি সংক্রামনের ক্ষমতা অনেকটাই বেশী। যার ফলে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। যদিও চিকিৎসক মহলের দাবি আক্রান্তের সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তী হওয়ার হার এবং মৃত্যুর সংখ্যা যথেষ্টই কম। সেকারনে আতঙ্কিত না হতেই বলছেন চিকিৎসকরা। তবে কিছু নিয়ম পালন করা অবশ্যই দরকার, তারমধে মাস্ক পড়া বাঞ্চনীয় বলেই মনে করছেন চিকিৎসকরা।

Comments :0

Login to leave a comment